সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)

পোস্টমাস্টার  রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)  প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য। নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্টআপিস স্থাপন করাইয়াছে।

বাংলাদেশে তিন গোয়েন্দা

বাংলাদেশে তিন গোয়েন্দা :)

দুটো বিশেষ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে এসেছে এবার তিন গোয়েন্দা । ওকিমুরো কর্পোরেশনের শাখা অফিস খোলা, আর প্রিয়টিভি নামে একটা কিশোর টেলিভিশন চ্যানেল চালু করা। দুর্যোগের রাতে ওদের কাছে এসে হাজির আশোক ব্যানার্জি নামে আরেক কিশোর। সাহায্য চেয়ে বসল তিন গোয়েন্দার । ভয়ানক বিপদ মাথায় করে আন্দামানের এক দুর্গম দ্বীপে গুপ্তধন খুঁজতে
চলল ওরা । দলপতি কিশোর পাশা ।
চমৎকার এই বইটি পড়তে নিচের ডাউনলোড লিংক থেকে এখনি ডাউনলোড করে নিন । 
Download><Download


বইটির নাম বাংলাদেশে তিন গোয়েন্দ হলেও মুল গল্প কিন্তু সব ওই আন্দামানের দ্বীপেই। খুবই মজার একটা বই। তিন গোয়েন্দার যতগুলো বই পড়েছি এই বইটি তার মধ্যে সেরা ১০ এ আছে তাতে কোন সন্দেহ নেই। তাই এখুনি পড়ে ফেলুন অসাধারন এই কিশোর থ্রিলারটি।

ধন্যবাদ।


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ