সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)

পোস্টমাস্টার  রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)  প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য। নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্টআপিস স্থাপন করাইয়াছে।

আমার বিচার তুমি করো তব আপন করে

 

আমার বিচার তুমি করো তব    আপন করে।
দিনের কর্ম আনিনু তোমার    বিচারঘরে ॥
যদি পূজা করি মিছা দেবতার,    শিরে ধরি যদি মিথ্যা আচার,
যদি পাপমনে করি অবিচার    কাহারো 'পরে,
আমার বিচার তুমি করো তব    আপন করে ॥


লোভে যদি কারে দিয়ে থাকি দুখ,    ভয়ে হয়ে থাকি ধর্মবিমুখ,
পরের পীড়ায় পেয়ে থাকি সুখ   ক্ষণেক-তরে--
তুমি যে জীবন দিয়েছ আমায়    কলঙ্ক যদি দিয়ে থাকি তায়,
আপনি বিনাশ করি আপনায়    মোহের ভরে,
আমার বিচার তুমি করো তব    আপন করে ॥

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ