সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Featured Post

পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)

পোস্টমাস্টার  রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)  প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য। নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্টআপিস স্থাপন করাইয়াছে।

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

আমার বিচার তুমি করো তব আপন করে

আমি মারের সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বায়ে

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে

সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।

যখন এসেছিলে অন্ধকারে, চাঁদ ওঠে নি সিন্ধুপারে

ভয় হতে তব অভয়মাঝে নূতন জনম দাও হে

তোমায় গান শোনাব

কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায়

আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে।

আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।