সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)

পোস্টমাস্টার  রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)  প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য। নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্টআপিস স্থাপন করাইয়াছে।

আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে।

 

আমি   বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে।
                   এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভ'রে ॥
না চাহিতে মোরে যা করেছ দান-- আকাশ আলোক তনু মন প্রাণ,
                   দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহা দানেরই যোগ্য ক'রে
                             অতি-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে ॥
আমি   কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে;


                             তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে।
এ যে তব দয়া, জানি জানি হায়,   নিতে চাও ব'লে ফিরাও আমায়--
          পূর্ণ করিয়া লবে এ জীবন তব মিলনেরই যোগ্য ক'রে
                             আধা-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে ॥

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ