সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)

পোস্টমাস্টার  রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)  প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য। নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্টআপিস স্থাপন করাইয়াছে।

তোমায় গান শোনাব

 

তোমায়          গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখ
                   ওগো ঘুম-ভাঙানিয়া
          বুকে    চমক দিয়ে তাই তো ডাক'
                        ওগো    দুখজাগানিয়া ॥
          এল    আঁধার ঘিরে,    পাখি    এল নীড়ে,
                        তরী এল তীরে
     শুধু    আমার হিয়া বিরাম পায় নাকো


                        ওগো    দুখজাগানিয়া ॥
          আমার    কাজের মাঝে মাঝে
     কান্নাহাসির দোলা তুমি থামতে দিলে না যে।
          আমার    পরশ ক'রে    প্রাণ    সুধায় ভ'রে
                             তুমি    যাও যে সরে--
     বুঝি    আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক
                             ওগো    দুখজাগানিয়া ॥

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ