সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)

পোস্টমাস্টার  রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)  প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য। নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্টআপিস স্থাপন করাইয়াছে।

আমি কূলহারা কলংকিনী ।। শাহ আবদুল করিম।।

 আমি কূলহারা কলংকিনী।

আমারে কেউ ছইয়ো না সজনী।

 

প্রেম করলাম প্রান বন্ধুর সনে

যে দুঃখ পেয়েছি মনে।

আমার কেঁদে যায় দিন রজনী।।

 

প্রেম করা যে স্বর্গের খেলা

বিচ্ছেদে হয় নরক জ্বালা

আমার মন জানে আমি জানি।।

 

সখী আমার উপায় বলো না

এ জীবনে দূর হইলো না।

বাউল করিমের পেরেশানি।।

 

 

গীতিকারঃ শাহ আবদুল করিম 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ