কেন তুমি বদলে গেছো
-------অখিল বন্ধু ঘোষ
কেন, কেন তুমি বদলে গেছো, বলোনা
কেন তুমি বদলে গেছো?
আগেকার সহজ হাসি যখন তখন হাসো না,
কেন তুমি বদলে গেছো?
বাহারি কথা বলো, মনের কথা বলতে আসো না...
কিভাবে বাধোঁ বেণী বুঝিনা
কেন সেই এলো খোপা করো নি
দু'সারি যুথীর মালা পরোনি
যা আমি ভালোবাসি আর তা ভালোবাসো না..
কেন তুমি বদলে গেছো?
কেন যে পড়ো অমন চোখ ধাঁধানো জরির শাড়ি
ভুলে যাও ফিঁকে চাঁপা রঙটি তোমায় মানায় ভারি।।
কেন ঐ ফুলদানিটি সাজালে,
কাগজের নকল ফুলে কে জানে।
সুরভীর নেই মমতা যেখানে,
জীবনের চটক খুঁজে, সরল সুখে হাসো না...
কেন তুমি বদলে গেছো, বলোনা
কেন তুমি বদলে গেছো?
আগেকার সহজ হাসি যখন তখন হাসো না,
কেন তুমি বদলে গেছো?
কেন তুমি বদলে গেছো?
কেন তুমি বদলে গেছো?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন