১.
কি যে খা খা শূন্য লাগে
রাতদুপুরে
টলমলে জল পুকুর ভরা
নয়নকোনে।।
২.----
মাঝ নদীতে ডুবে থাকা মাছগুলোকি
সাতার জানে?
ডেউয়ের তোড়ে ভেসে গেলে
ফিরতে পারে?
৩.
গ্রহতারা আকাশ ভরা ছায়াপথে
আমার থেকে বেশি পথ কি তারা
হাটে?
৪.
ঝলমলে রোদ বিকেলবেলা শান্ত
বাতাস
ধবধবে মেঘ কাশফুলের বন কেন
হতাশ
৫.
তুলতুলে গাল ফিনফিনে চুল
এলোমেলো
নস্টালজিক সুখ দুখেরা
সাদাকালো
৬.
পায়রাগুলো ঝাক বেধে সব নীল
আকাশে
মনের কথা চুপিচুপি হিম
বাতাসে
৭.
শুকনো পাতা মরা ঘাস আর ছেড়া
টাকা
কুড়ে ঘর পুইপাতা আর লাউয়ের
ঝাকা
৮.
একটা সাদা একটা কালো
দাবারগুটি
শিম মুলা লাউ গাজর হলুদ
মটরশুঁটি
৯.
তিন দুইয়ে চার পাঁচ হলো না
ভুল করেছি
ভুল বিনে এই ছায়াপথে
আর আছে কী
১০.
নামতা শিখে অংক মিলাই
দুই দুগুনে
চার
মিলবে হিসাব আমি জানি
ভুল হবেনা
আর
১১.
সাদা খাতা
গুবরে পোকা
জল ফড়িং
হলুদ পাখি
খুব বোকা।
১২.------
কালো মেঘ টলমলে চোখ
বাজ পড়ে
ঝলকে ওঠা বিজলিতে মন
আনমনে
১৩.-----
পুরা টা পথ হেটে এলাম
পৌছে গেছি নাকি
নাকি এটা ভুল ঠিকানা
সবটা গেছে ফাকি
১৪.
তোকে আমি নদী দেব
সাগর ভরা জল
সাতার জানিস?
বল জলদি বল।
১৫.
ইলিশ বোয়াল সরপুঁটি
সাথে দুটো কই
গাছে উঠেতে জানিস নাকি
দেব বাশের মই
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন