সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)

পোস্টমাস্টার  রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)  প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য। নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্টআপিস স্থাপন করাইয়াছে।

Earning at risk- You need to fix some adds.txt file issues to avoid severe impact to your revenue. সমাধান। solution

 Blogger.com বা blogspot.com এ যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে মাত্র ১ মিনিটেই এই সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন। 

প্রথমেই আপনি এই ওয়ার্নি মেসেজ এর Action অপশনে ক্লিক

করুন। এখন আপনাকে একটা কোড কপি করার অপশন দেয়া হবে। আপনি কোডটি কপি করে নিন। 

তারপরে ব্লগারে লগইন করে ব্লগারের সেটিংস অপশনে ক্লিক করুন। সেটিংসের নিচের দিকে গিয়ে Monetisation অপশনের নিচে Enable custom ads.txt অন করে দিন। 

তারপরে Custom ads.txt তে ক্লিক করে আপনি যে কোডটা কপি করেছিলেন সেটা পেস্ট করে Save এ ক্লিক করে দিন।

ব্যাস আপনার সমস্যার সমাধান হয়ে গেছে।

তবে অবশ্যই মনে রাখবেন কোড সেভ করার সাথে সাথে আপনার এডসেন্স থেকে ওয়ার্নি মেসেজটা চলে যাবেনা। গুগল আপনার সাইটটা রিভিউ করে তারপরে মেসেজটি সরিয়ে নেবে। তাই কয়েকঘন্টা আপনাকে অপেক্ষে করতে হবে। সাধারনত ২৪ ঘন্টার ভেতরেই গুগল অটোমেটিক রিভিউ করে। তবে কখনো কখনো বেশি সময়ও লাগতে পারে। 

কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন। 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ