সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)

পোস্টমাস্টার  রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)  প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য। নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্টআপিস স্থাপন করাইয়াছে।

তোমার খোলা হাওয়া

 

তোমার     খোলা হাওয়া লাগিয়ে পালে   টুকরো করে কাছি
আমি    ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি ॥
সকাল আমার গেল মিছে,                 বিকেল যে যায় তারি পিছে গো--
          রেখো না আর, বেঁধো না আর কূলের কাছাকাছি ॥


          মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা,
          ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা।
ঝড়কে আমি করব মিতে,                   ডরব না তার ভ্রূকুটিতে--
          দাও ছেড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি ॥

 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ