কালের কন্ঠ পত্রিকার এক সংবাদ অনুযায়ী প্রাথমিকে শিক্ষক নিয়োগ হবে ৫৮০০০ বা তারও কিছু বেশি। আর এই বিশাল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে নভেম্বরের প্রথম সপ্তাহেই।
কিছু সূত্রে জানা যায় সম্ভাব্য ফল প্রকাশের তারিখ ৩ অথবা ৭ নভেম্বর।
সারা দেশে তিনটি ধাপে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব ধাপে সব মিলিয়ে উত্তীর্ণ হয়েছেন ১,৫১,৮২৫ জন। এর মধ্যে প্রথম ধাপে ৪০,৮৬২, দ্বিতীয় ধাপে ৫৩,৫৯৫ ও তৃতীয় ধাপে ৫৭,৩৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করা হবে। মৌখিক পরীক্ষা একেবারে শেষের দিকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন