সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)

পোস্টমাস্টার  রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)  প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য। নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্টআপিস স্থাপন করাইয়াছে।

ও যে মানে না মানা

 

   ও যে মানে না মানা।
    আঁখি ফিরাইলে বলে, 'না, না, না।'
যত বলি 'নাই রাতি--     মলিন হয়েছে বাতি'
        মুখপানে চেয়ে বলে, 'না, না, না।'
        বিধুর বিকল হয়ে খেপা পবনে        
        ফাগুন করিছে হাহা ফুলের বনে।    
আমি যত বলি 'তবে        এবার যে যেতে হবে'
    দুয়ারে দাঁড়ায়ে বলে, 'না, না, না।'


-----রবীন্দ্রনাথ ঠাকুর। 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ