সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)

পোস্টমাস্টার  রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)  প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য। নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্টআপিস স্থাপন করাইয়াছে।

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো ।। রবীন্দ্রনাথ ঠাকুর

মোর   ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে।
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
              রসের ধারা বরষে॥
          তাহারে দেখি না যে দেখি না,


          শুধু   মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
          বাজে অলখিত তারি চরণে
          রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি॥
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা।
          উড়ে যায় বাদলের এই বাতাসে
তার         ছায়াময় এলো কেশ আকাশে।
          সে যে মন মোর দিল আকুলি
          জল-ভেজা কেতকীর দূর সুবাসে॥


----রবীন্দ্রনাথ ঠাকুর। 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ