সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Featured Post

পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)

পোস্টমাস্টার  রবীন্দ্রনাথ ঠাকুর। (গল্পগুচ্ছ)  প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য। নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নূতন পোস্টআপিস স্থাপন করাইয়াছে।

মানুষ তুমি || মোঃ জাহিদুল ইসলাম

 তুমি ভাল থাকো 

ততটুকু,
যতটুকু ভাল থাকলে
ভাল আছি বলা যায়।

তুমি কষ্ট পাও
ততটুকু,
যতটুকু কষ্ট পেলে,
ঝুম বৃষ্টিতে, মন উদাস হয়।

তুমি হাসো,
যতটুকু হাসলে, মন
আনমনা হয়।

তুমি নাহয় কাঁদলে
মাঝে মাঝে।
আমায় ভেবে কোন এক
ভোর অথবা সাঁঝে।

তুমি বাঁচো, ভালবাসো।
"সুখে থেকো!" এমন অভিশাপ
কেন দেব তোমায়?
তুমিতো নও দেবী।
মানুষ তুমি।
মানুষ হয়েই থেকো।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ